আজিজ উল্লাহ:
টেকনাফের বাহারছড়া ইউনিয়ন যুবলীগ নেতা মো. আলমের পুত্র প্রাথমিক শিক্ষা বৃত্তি পরিক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি লাভ করেছে। ফল স্থগিত করার পর পুনরায় ফলাফলেও সেই বৃত্তির তালিকায় রয়েছে।
সুত্রে জানা যায়,গত মঙ্গলবার বৃত্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।
উপজেলার শামলাপুর আল আরেফা মডেল কেজি থেকে ৫ম শ্রেণী থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহন করেছিলেন স্থানীয় উত্তর শিলখালী যুবলীগ নেতা মো. আলমের পুত্র শাহীন মোস্তফা সিফাত( ১১)। বৃত্তি পরিক্ষায় যার রোল নং- ছিল ৮১২। সেই বর্তমান শামলাপুর উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে অধ্যবসয় করছে।
মো. আলম তার পুত্রের এমন সাফল্যের জন্য তার শিক্ষকদের কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ছেলে ভবিষ্যতে আরো যেন ভালো ফলাফল অর্জন করতে পারেন তার জন্য সকলের দোয়া কামনা করেন।