চুল পরলে কি করবেন?

একজন সুস্থ মানুষের মাথায় গড়ে এক থেকে দেড় লাখ চুল থাকে। প্রতিদিন ১০০ থেকে ১৫০টা পর্যন্ত চুল পড়া স্বাভাবিক। কিন্তু এর চেয়ে বেশি পড়লে তা অবশ্যই উদ্বেগের কারণ। বালিশ, তোয়ালে বা চিরুনিতে লেগে থাকা চুল গুনতে চেষ্টা করুন। অন্তত পরপর তিন দিন। যদি দেখা যায় অস্বাভাবিকভাবে চুল পরছে তাহলে এটা একটা চিন্তার বিষয়।

চুল পরার কারন:

১) সাধারণত Androgenetic কারণে চুল পড়ে এবং এটি ছেলে এবং মেয়ে সবার ক্ষেত্রেই দেখা যায়।
২) এছাড়া চুল পড়া বংশগত হতে পারে। অনেক পরিবারের এই বংশগত চুল পড়ার সমস্যা দেখা যায়।
৩) থাইরয়েডের সমস্যা,
৪) রক্তস্বল্পতা,
৫) মাথার তালুর রিং ওয়ার্ম,
৬) অনেক দিনের মানসিক দুশ্চিন্তার জন্য চুল পড়ে যেতে পারে।
৭) অনেক সময় কিছু ঔষধের পার্শপ্রতিক্রিয়ায় যেমন ক্যান্সারের কেমোথেরাপি সাময়িক ভাবে চুল পড়া বাড়িয়ে দিতে পারে। মেডিসিন নেয়া বন্ধ করলে তা নিজ থেকে ঠিক হয়ে যায়।
৮) আবার অনেক সময় খাবারে পুষ্টির অভাব ঘটলে চুল পড়া বেড়ে যায়। ডায়েটে প্রোটিনের অভাব হলে এবং কিছু কিছু মিনারেলস এবং ভিটামিনের ঘাটতি চুল পড়া বৃদ্ধি করে অনেক গুন।
৯) অনেক ক্ষেত্রে মেয়েদের সন্তান জন্মদানের পর কিছু হরমোনের কারণে
১০) মেনপজের পড় চুল পাতলা হয়ে যেতে পারে।

সবার একইরকম ভাবে চুল পড়ে না। কারো মাথার কিছু অংশে চুল গজায় না আবার কারো পুরো মাথার চুল কমে যেতে থাকে। এক এক জনের মধ্যে এক এক রকম চুল পড়ার সমস্যা দেখা যায়।

চুল পড়া বন্ধ করার উপায়:

১) যদি পুস্টির অভাবে চুল পড়া শুরু হয় তবে আপনার খাদ্য তালিকার দিকে নজর দিন।
২) প্রোটিন সমৃদ্ধ খাবার খান বেশী করে।
৩) খাবারের সাথে কিছু ভিটামিন এবং মিনারেলস গ্রহণ করুন।
৪) পরিমিত পরিমাণে আয়রন আর জিঙ্ক চুল গজানোর জন্যে সহায়ক ভূমিকা পালন করে। মটরশুঁটি, বাদাম, কলিজা, মাংস, দুধে আপনার প্রয়োজনীয় জিংক আর আয়রন পাবেন। তাই এগুলো খাদ্য তালিকায় রাখুন।
৫) প্রচুর পানি পান করুন।

লেখাঃ মুহাম্মদ রায়হান আদনান

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

কেরানীগঞ্জে শহীদ বুদ্ধিজীবিদের স্বরনে মোমবাতি প্রজ্বলন আলোর মিছিল

ঢাকার কেরানীগঞ্জে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে প্রথম প্রহরে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবিদের স্বরনে আলোর …

error: Content is protected !!