বার্তা পরিবেশক:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কক্সবাজার জেলার চকরিয়া পেকুয়া উপজেলাদ্বয়ের ছাত্র/ছাত্রীদের নিয়ে গঠিত সর্ববৃহৎ আঞ্চলিক ও অরাজনৈতিক সংগঠন ‘চকরিয়া -পেকুয়া ছাত্র ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’ এর ১১শ কার্যকরী কমিটি(আংশিক) ঘোষণা করেছে নির্বাচন কমিশন। চারুকলা বিভাগের ছাত্র সায়েদ কবির ( পেকুয়া) কে সভাপতি এবং ইতিহাস বিভাগের ছাত্র মো: আরাফাতুল ইসলাম ( চকরিয়া) কে সাধারণ সম্পাদক করে ৭ই সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখ চকরিয়া পেকুয়া ছাত্র ফোরাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১১শ কার্যকরী কমিটি ( আংশিক) ঘোষণা করা হয়।
আংশিক কার্যকরী কমিটির অন্যান্যরা হচ্ছেন সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম ফয়সাল, সুফাইদা জান্নাত খুকি, এবং আসিফ রায়হান, অর্থ সম্পাদক আল নাহিয়ান ইশাত, দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা এবং সাখাওয়াত হোসেন সায়মন এবং ছাত্রী বিষয়ক সম্পাদক সুলতানা কবির সাথী।ঘোষিত আংশিক Athletes কমিটির নেতৃবৃন্দ আগামী ১ মাসের মধ্যে গঠনতন্ত্রের বিধিবিধান অনুসারে ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করবে। বিভিন্ন পদে মনোনয়ন সংগ্রহকারী প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সমঝোতার ভিত্তিতে এবং উপদেষ্টা পরিষদের অনুমোদনক্রমে প্রধান নির্বাচন কমিশনার সাজ্জাদ জুয়েল ১১শ কার্যকরী কমিটি ( আংশিক) ঘোষণা করেন।