বার্তা পরিবেশক:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী আঞ্চলিক সংগঠন চকরিয়া পেকুয়া ছাত্র ফোরামের ১১শ কার্যকরী পরিষদ গঠনের উদ্দেশ্য সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী ১০ম কার্যকরী পরিষদ বিলুপ্ত ঘোষণা করে ৯ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। ১ লা আগস্ট ২০২৩ ইং মঙ্গলবার সংগঠনের কার্যকরী উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় সংগঠনের কার্যকরী উপদেষ্টা পরিষদের সদস্য জনাব সাজ্জাদ জুয়েল’কে প্রদান নির্বাচন কমিশনার এবং এডভোকেট কেএম সাইফুল ইসলাম, নুরুল আবরার, আবুল কালাম, মিজানুর রহমান, আবু হাসনাত তানভীর, শাখাওয়াত হোসেন, এএম জোশাদ ও ইমরান হাসান শাহিন কে নির্বাচন কমিশনার হিসেবে মনোনীত করে এই নির্বাচন কমিশন অনুমোদন করা হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন কার্যকরী উপদেষ্টা পরিষদের সদস্য ও প্রথম নির্বাচিত সভাপতি জনাব সাইদুর রহমান মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিশেষ সভায় আরো উপস্থিত ছিলেন জনাব হোসাইন আকতার রাফি, জনাব আবু সাদাত মোহাম্মদ সায়েম, জনাব যায়েদ ইকবাল মার্শাল, জনাব ইরফান সাজ্জাদ, জনাব এডভোকেট কেএম সাইফুল ইসলাম, জনাব নুরুল আবরার, জনাব আবুল কালাম, জনাব শাহাদাত হোসাইন, জনাব কামরুল হাসনাত, জনাব মামুন উর রশিদ মামুন, জনাব আমান উল্লাহ আমান, জনাব হাসনাত তানভীর, জনাব শাখাওয়াত হোসেন এবং সদ্য বিদায়ী কমিটির সভাপতি এএম জোশাদ ও সাধারণ সম্পাদক ইমরান হাসান শাহীন সহ প্রমূখ।
গঠিত নির্বাচন কমিশনের প্রধান সাজ্জাদ জুয়েল জানান, গঠনতন্ত্রের বিধিবিধান পালন সাপেক্ষে আগামী ১১শ কার্যকরী পরিষদ গঠিত হবে এবং কমিশন শীঘ্রই নিয়মানুযায়ী তফসিল ঘোষণা করবে।
নির্বাচন কমিশনার এডভোকেট কেএম সাইফুল ইসলাম বলেন গঠিত নির্বাচন কমিশন সাবেক এবং বর্তমান নেতৃবৃন্দ, সদস্য এবং উপদেষ্টা পরিষদের পরামর্শে ও সমন্বয়ে আগামীর কার্যকরী পরিষদ গঠনের জন্য কাজ করে যাচ্ছে এবং এই জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।