আজিজ উল্লাহ, উপকূলীয় প্রতিনিধি:
ঘূর্ণিঝড় মোখার সামান্য তান্ডবে টেকনাফের বাহারছড়ায় এলজিইডি সড়কে বিভিন্ন ধরনের গাছপালা ভেঙে রাস্তায় স্বাভাবিকভাবে গাড়ি চলাচলে অনুপযোগী হয়েছিল। পরে বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশের একটি টীম শামলাপুর থেকে নোয়াখালী পাড়া অবধি বেশ কয়েকটি পড়ে থাকা গাছপালা কেটে রাস্তা থেকে সরানোর ব্যবস্থা করছেন।
জানা যায়, রবিবার ( ১৪ মে ) সন্ধ্যার পর ঘূর্ণিঝড়ের তান্ডব শেষে রাস্তায় পড়ে থাকতে দেখা যায় বেশকটি গাছপালা। এতে গাড়ি চলাচলে অনুপযোগী হয়ে পড়ছিল পরে তাৎক্ষণিকভাবে চলাচল সচল করতে এসব ভেঙে পড়া গাছ গুলো সরানোর উদ্যোগ নেন বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ। তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মছিউর রহমানের নেতৃত্বে এসআই হোসনে মোবারক তার সঙ্গীয় টীমসহ রাস্তায় পড়ে থাকা গাছপালা কেটে রাস্তা থেকে সরিয়ে নিয়ে গাড়ি চলচল স্বাভাবিক করেছেন।
তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মছিউর রহমান বলেব,” ঘূর্ণিঝড়ের প্রভাবে বাহারছড়ায় এলজিইডি সড়ক বেশ কয়েকটি গাছপালা ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়ছিল। এমন কি রাস্তায় বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে বিদ্যুতের তার ছিঁড়ছে। তাই ঝুঁকি এড়াতে উর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শে জরুরি ভিত্তিতে এসব গাছপালা রাস্তা থেকে সরিয়ে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করা হয়েছে। “