সঞ্চালন লাইন মেরামত কাজের জন্য রাজধানী ঢাকার বেশ কিছু এলাকা, নারায়ন গঞ্জসহ কেরানীগঞ্জের কিছু এলাকায় গত রবিবার থেকে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। গ্যাস না থাকায় অসহনীয় দুর্ভোগে পড়েছে কেরানীগঞ্জের বাসিন্দারা। বাসায় রান্না না করতে পেরে গত কয়েকদিন ধরে অনেকেই হোটেলগুলোতে ভীড় জমাচ্ছে।
তিতাস গ্যাস সুত্রে জানা গেছে, গত রবিবার থেকে আগামী ১২ নভেম্বর পর্যন্ত সঞ্চালন কোম্পানী জিটিসিএলের ৩০ ইঞ্চি পাইপের মেরামত কাজের জন্য এই পরিস্থিতি বিরাজ করবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন তারা।
গ্যাসের স্বল্প চাপজনিত কারনে গত কয়েকমাস ধরে কেরানীগঞ্জের মিল কারখানাগুলো এমনিতেই ধুকছে। নতুন করে টানা ১ সপ্তাহ গ্যাস সরবরাহ বন্ধ থাকায় বাসাবাড়ির পাশা পাশি শিল্পমালিকদেরও দুশ্চিন্তা আরো বাড়িয়েছে।
সরেজমিন কেরানীগঞ্জের জিনজিরা, আগানগর, কোন্ডা,কালন্দি ইউনিয়ন ঘুড়ে দেখা যায়, এ সকল এলাকায় গ্যাসের চাপ গত রবিবার থেকে বন্ধ রয়েছে। বাড়ির খোলা জায়গায় ইটের চুলা দিয়ে রান্না করছে অনেকে। কেউ কেউ স্টোভ বা মাটির চুলায় কাঠ কয়লা দিয়ে রান্না করছে। ফ্লাট বাসায় যাদের মাটির চুলা ব্যবহারের সুযোগ নেই তারা বিকল্প হিসেবে ব্যবহার করছে এলপি গ্যাস বা ইলেকট্রিক চুলা।
এ সমস্ত এলাকার জনসাধারনের সাথে কথা হলে তারা জানান, গত রবিবার থেকে গ্যাস নাই। অনেক জায়গায় মাইকিং করা হয়েছে নাকি, তবে অনেকেই শুনে নাই। এমনিতেই গ্যাসের চাপ কম থাকে রান্না করতে কষ্ট হয়। তার উপরে গত রবিবার থেকে একেবারে গ্যাস না থাকায় চরম ভোগান্তিতে পড়েছে তারা।
এ সকল এলাকার হোটেলগুলেতেও গত কয়েকদিন ধরে খাবারের জন্য দুপুর হলে উপচে পড়া ভীড় লক্ষ করা যায়। অনেকেই অভিযোগ করছে গ্যাস না থাকার সুযোগ নিয়ে হোটেলগুলো খাবারের দাম বেশি রাখছে।
এ বিষয়ে তিতাস গ্যাস জোন ৫ কেরানীগঞ্জের ম্যানেজার বিধান চন্দ্র শাহ জানান, ৬ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত জিটিসিএল কর্তৃক বাখরাবাদ-সিদ্ধিরগঞ্জ ৩০ ইঞ্চি ব্যাস,৬০ কি:মি: দীর্ঘ উচ্চচাপ বিশিষ্ট গ্যাস সঞ্চালন পাইপলাইনে ইন্টেলিজেন্ট পিগিং করা হবে। আগামী রবিবার থেকে আবারো কেরানীগঞ্জে গ্যাস আগের মতো পাওয়া যাবে। #