সজিবুল হৃদয়: নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌরসভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
সোমবার (১৫ আগষ্ট) বিকেলে উপজেলার গোপালপুর পৌর আওয়ামী লীগের কার্যলয়ে গোপালপুর পৌর আওয়ামীলীগের উদ্দ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় গোপালপুর পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগ সভাপতি রোকসানা মোত্তর্জা লিলির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাদ হোসেন সাদিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু।
এসময় অন্যানের উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক গোলাম মোত্তর্জা (বাবু), সাবেক সদস্য আমজাদ হোসেন, লালপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পদক খালেদ হোসেন সরল প্রমুখ।