গাইবান্ধায় ট্রাফিক সার্জেন্ট ফয়সাল মামুনের মর্মান্তিক মৃত্যু

 

মো:শামসুর রহমান হৃদয়,গাইবান্ধা প্রতিনিধিঃগাইবান্ধা পুরাতন জেলখানায় নির্মাণাধীন ট্রাফিক পুলিশ ব্ক্স ভবনের পাশ দিয়ে যাওয়া ৩৩ হাজার ভোল্ট এর বিদ্যুতের তারে জড়িয়ে ট্রাফিক সার্জেন্ট মামুনের মৃত্যু : মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস টিম গাইবান্ধা ।

মঙ্গলবার (১ জুন) দিবাগত রাত বারোটার পর পুরাতন জেলখানা মোড়ে সদর ট্রাফিক পুলিশ বক্সের চলমান কাজের ৩ তলায় ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎপৃষ্টে তার মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিস টিমের সদস্যগণ। নিহত সাজেন্ট ফয়সাল মামুন দিনাজপুর সদরের বাসিন্দা। তার স্ত্রী ও আড়াই মাস বয়সী এক কন্যা সন্তান রয়েছে বলে জানা যায়।

জানা যায়,তিনি করোনা জয় করে আবার নতুন করে কাজে যোগদান করেছিলেন, সাদা রঙ এর মোটরসাইকেলটি পুলিশ বক্স এর সামনে রেখে, ফোনে কথা বলতে বলতে তিনি নির্মানাধীন পুলিশ বক্স এর ৩ তালায় গিয়ে কথা বলছিলেন। মোবাইলে কথা বলা অবস্থাতেই তিনি বিদ্যুৎপৃষ্ট হন বলে জানাগেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

বিয়ে বাড়িতে সশস্ত্র ডাকাত দলের হানায় নববধূর স্বর্ণলঙ্কার লুট,নারীদের মারধর, জখম! 

আজিজ উল্লাহ, বিশেষ প্রতিনিধি: টেকনাফের বাহারছড়া হলবনিয়া এলজিইডি রাস্তা সংলগ্ন পশ্চিম পাশে বিয়ের বাড়িতে সশস্ত্র …

error: Content is protected !!