তাসনীমুল হাসান মুবিন,স্টাফ রিপোর্টারঃজাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি প্রার্থী ,জনপ্রিয় ছাত্র নেতা মোজাম্মেল হক অনিকের নেতৃত্বে কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিলেন।
কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাধারণ সম্পাদক জনাব লেখক ভট্টাচার্যের নির্দেশে ধান কাটার কার্যক্রম শুরু হয়।সেই নির্দেশ পালনে এই ছাত্রলীগ নেতা।
নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার নিজ গ্রামে ছাত্রলীগের কর্মীদের কে নিয়ে কৃষকদের ধান কেটে ঘরে তুলে দেন। ছাত্রলীগ নেতা অনিক বলেন আমি বঙ্গবন্ধুর আদর্শকে লালন করি।বঙ্গবন্ধুর আদর্শ অনুযায়ী কাজ করে যেতে চাই। আমার এই কার্যক্রম চলমান থাকবে। যদি কেউ অবগত করে অবশ্যই আমরা তাঁর পাশে দাঁড়াতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ্।