খেলার মাঠের সৌন্দর্য বর্ধনে শহীদ আওয়াল স্মৃতি সংঘের ব্যাতিক্রমী উদ্যোগ 

পলাশ সাহা,নেত্রকোনা(দুর্গাপুর) প্রতনিধি: নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার ঐতিহ্যবাহী  এম,কে,সি,এম হাই স্কুল মাঠ দীর্ঘ দিন ধরে অবকাঠামোগত উন্নয়ন সহ মাঠের সৌন্দর্য রক্ষার জন্য কাজ করে যাচ্ছে শহীদ আওয়াল স্মৃতি সংঘ নামে একটি সংগঠন।

বিগত দিন থেকেই আওয়াল স্মৃতি সংঘ এই মাঠের মেরামত কার্যক্রম সহ মাঠের দেখভাল অতি গুরুত্বের সাথে দেখাশোনা করে আসছে। মাঠের গর্ত থেকে শুরু করে,ফুটবল খেলার গোলবার, ক্রিকেট মাঠের পিচ সহ মাঠের পানি নিস্কাশন ব্যবস্থা ইত্যাদি কাজে সংগঠনটি বিনা পারিশ্রমিক সেবা দিয়ে যাচ্ছে।এই মাঠের পুরনো এতিহ্যের কথা স্মরণ করে সংগঠনটি একে একে মাঠের বিভিন্ন উন্নয়নমুলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

এবার পরিবেশের বিরূপ প্রভাব ঠেকাতে বৃক্ষরোপণ এর প্রয়োজনীয়তা উপলব্ধি করে সংগঠনটি এম,কে,সি, এম মাঠের চার পাশে কৃষ্ণচূড়া ফুলের গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে। এর ফলে এই মাঠের মনোরম পরিবেশ ও সৌন্দর্য অনকাংশেই বৃদ্ধি পেয়েছে।

শহীদ আওয়াল স্মৃতি সংগঠন এর সভাপতি শেখ হোজাইফা হীরা জানান, আমরা এই বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করে এক দিক দিয়ে পরিবেশের বিরূপ প্রভাব যেমন রুখতে যাচ্ছি, সেই সাথে মাঠের সৌন্দর্য সহ ও বাকি বিষয়গুলোর ওপরও খেয়াল রাখছি।

তিনি আরও বলেন, এই এলাকার প্রত্যকের উৎসাহ ও আগ্রহ দেখে এই মাঠের জন্য কাজ করার শক্তিটা আরো বেশি পাচ্ছি।ফলে এই মাঠকে ঘিরেই এই এলাকার যুবকরা  খেলাধুলা করে তাদেরকে সুস্থ পরিবেশ, সুন্দর মাঠ মনোরোম পরিবেশ ফিরিয়ে দিতে পারছি সেটা ভেবেই ভালো লাগছে। আমাদের এইরকম  কার্যক্রম গুলো সামনেও সুন্দর ভাবে পরিচালনা করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

লালপুরে বিশেষায়িত শিক্ষকদের মিলনমেলা

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে রাজশাহী বিভাগীয় বিশেষায়িত প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ …

error: Content is protected !!