খুলনার নর্দান বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার আড্ডা 

জবি প্রতিনিধি: নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি খুলনার সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের উদ্যোগে ‘সরকারি চাকরির প্রস্তুতি’ শীর্ষক ক্যারিয়ার আড্ডা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

ক্যারিয়ার আড্ডায় প্রধান আলোচক ছিলেন ৩৬তম বিসিএস পরিসংখ্যান ক্যাডারে প্রথম স্থান অধিকারী মোহাম্মদ কামাল হোসেন। এতে সভাপতিত্ব করেন বিভাগের প্রধান (ভারপ্রাপ্ত) মুস্তাফিজুর রহমান। প্রভাষক মতিউর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বিভাগের শিক্ষক এম এম মুজাহিদ উদ্দীন।
প্রধান আলোচক মোহাম্মদ কামাল হোসেন শিক্ষার্থীদেরকে জীবনে সফল হওয়ার জন্য সর্বপ্রথম ভালো মানুষ হওয়ার পরামর্শ দেন। এছাড়া ক্যারিয়ার বিষয়ক বিভিন্ন দিকনির্দেশনা দেন। সবশেষে শিক্ষার্থীদের প্রশ্নোত্তরের মাধ্যমে ক্যারিয়ার আড্ডাটি সম্পন্ন হয়।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

চূড়ান্ত ফলাফলেও ট্যালেন্টপুল বৃত্তি লাভ শাহীন মোস্তফা সিফাতের

আজিজ উল্লাহ: টেকনাফের বাহারছড়া ইউনিয়ন যুবলীগ নেতা মো. আলমের পুত্র প্রাথমিক শিক্ষা বৃত্তি পরিক্ষায় ট্যালেন্টপুল …

error: Content is protected !!