বাংলাদেশ আওয়ামী যুবলীগ কে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করার লক্ষ্যে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী কেরানীগঞ্জ মডেল থানা যুবলীগ এর বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার উপজেলার কালিন্দী ইউনিয়নের রেড রোজ পার্টি সেন্টারে কেরানীগঞ্জ মডেল থানা যুবলীগের
আহবায়ক মোঃ মনির হোসেন এর সভাপতিত্বে এ বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক শাহীন আহমেদ। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী যুবলীগের সভাপতি শফিউল আজম খান বারকু, সাধারন
সম্পাদক জি এস মিজান সহ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবলীগের সভাপতি মাহমুদ আলম, কালিন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোজাম্মেল হোসেন, যুগ্ম সাধারন
সম্পাদক মোঃ আব্দুল বারেক,কালিন্দী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ হুমায়ন গণি, মডেল কেরানীগঞ্জ থানা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য নাসির, মোঃ সুজন সহ ঢাকা জেলা ও কেরানীগঞ্জ
উপজেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।