কেরানীগঞ্জ মডেলে কোন পকেট কমিটি হবে না : এ্যাড কামরুল ইসলাম

কেরানীগঞ্জ মডেল থানায় কোন পকেট কমিটি দেয়া হবে না। সম্মেলনের মাধ্যমে প্রত্যেকটা ইউনিয়নে দ্রুত সময়ে আওয়ামীলীগের কমিটি দেয়া হবে। ১ অক্টোবর শুক্রবার কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তবে ঢাকা ২ আসনের সংসদ সদস্য ও  সাবেক খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম এ কথা বলেন।

এ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, দীর্ঘদিন পরে তিনি কেরানীগঞ্জ মডেল থানায় আওয়ামীলীগের আহব্বায়ক কমিটি দিয়েছেন। মডেল থানার আহব্বায়ক কমিটি আমরা করোনাকালীন সময়ে পেয়েছি। আমরা দ্রুত সময়ে এ আহব্বায়ক কমিটি সম্মেলন করে পূর্নাঙ্গ কমিটি হবে। আমরা প্রতিটি ইউনিয়নে সম্মেলন করছি। কলাতিয়া, তারানগর, হাসনাবাদে সফল সম্মেলন হয়েছে। আজকে কালিন্দীতে সম্মেলন হচ্ছে। সম্মেলনের মাধ্যমে প্রতিটা ইউনিয়নে কমিটি দেয়া হবে।

বিএনপির উদ্দেশ্যে তিনি বলেছেন, বিএনপি নির্বাচনের নামে তামাশা করে। তারা যদি তামাশা না করে সঠিক ভাবে নির্বাচন করতো ও নির্বাচনে মনযোগী হতো তাহলে সংসদে আরো আসন পেত।   ২০১৪ সালের নির্বাচনে বিএনপি নির্বাচনে অংশ নেয় নি। তারপরে টানা ৫ টি বছর আমরা ক্ষমতায় ছিলাম, বিএনপি এ ৫ বছরে ষড়যন্ত্র ছাড়া কিছুই করতে পারে। এরপরে ২০১৮ সালের নির্বাচনে তারূ সকালে বলে এক কথা, বিকালে বলে আরেক কথা। তারা জনগণের সাথে নির্বাচনের পরিবর্তে তামাশা করেছে। তারা যদি এগুলা না করে নির্বাচন করতো তাহলে সংসদে আরো আসন পেত৷ ৯৬ নির্বাচনে তারা জোড়পূর্বক সরকার গঠন করতে চেয়েছিলো। পারে নি। আমাদের আন্দলনে মাত্র দেড় মাসে তাদের পতন হয়েছে।

তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ১২ বছরে যে উন্নয়ন করেছেন পদ্না সেতু ঢাকা মাওয়া মহাসড়ক, আমরা মাননীয় প্রধানমন্ত্রী দেয়া কমিটিকে বিরোধিতা করেন তারা আওয়ামী লীগের কেউ না।

সম্মেলনের সভাপতিত্ব করেন কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য, সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আবুল হাসান মোস্তান, উদ্বোধন হিসেবে উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের আহবায়ক মোঃ ইউসুফ আলী চৌধুরী সেলিম। বিশেষ অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা ২০ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমেদ, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ মাহবুবুর রহমান, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক হাজি মোঃ শফিউল আজম বারকু, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক আলতাফ হোসেন বিপ্লব। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মডেল থানা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য মোঃ মনির হোসেন, মডেল থানা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য মোঃ হাবিবুর রহমান হাবিব,কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক আলতাফ হোসেন বিপ্লব, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক হাজি মোঃ শফিউল আজম বারকু,

এ সময় আরো উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সদস্য ফজলুল হক, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সদস্য হাজী আনোয়ার হোসেন,  নাজমুল জাহান রিপন, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সদস্য হামিদা বেগম লতা,কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সদস্য কামরুল ইসলাম কামু প্রমুখ।

সম্মেলনের শেষে কালিন্দী ইউনিয়নের  আওয়ামীলীগের সভাপতি হিসাবে আলহাজ্ব আবুল হাসান মস্তান, সাধারন সম্পাদক হিসাবে জনাব এহসান উদ্দিন আহমেদ সিনিয়র সহ সভাপতি হিসাবে হাজী আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক হিসাবে অনিক হোসেন পিন্টু ও হাজী সামসুদ্দোজা নোমানের নাম ঘোষনা করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

কেরানীগঞ্জে স্কুল ছাত্রকে গলায় বেল্ট পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ পানগাঁও পোর্ট সড়কের পাশে আজিজুল ইসলাম(১৫) নামে এক স্কুল ছাত্রকে গলায় …

error: Content is protected !!