কেরানীগঞ্জ উপজেলা নদী রক্ষা পরিবেশ বন সংরক্ষণ কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত

কেরানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে (আজ) গতকাল সোমবার  বেলা ১২ টায় নদী পরিবেশ ও বন রক্ষা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধানমন্ত্রী অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনজুর আহমেদ চৌধুরী চেয়ারম্যান জাতীয় নদী রক্ষা কমিশন।  এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদ, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অলিউল ইসলাম, দক্ষিণ কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেটআমেনা মারজান, শাক্তা ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান, তারানগর ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন ফারুক প্রমুখ।

অনুষ্ঠানের জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন তিনি বলেন যে কোন মূল্যে নদী বন ও পরিবেশকে অসাধু চক্রের হাত থেকে রক্ষা করতে হবে। অন্যথায় সমগ্র কেরানীগঞ্জ এলাকা বসবাসের অনুপযোগীয় হয়ে পড়বে। #

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

কেরানীগঞ্জে ৭ মার্চের ভাষণ সম্বলিত পঞ্চাশ হাজার লিফলেট বিতরণ

স্বাধীনতা সংগ্রামের প্রথম ডাক প্রামাণ্য ঐতিহ্য বঙ্গবন্ধুর ৭ মার্চের কালজয়ী ভাষণের গুরুত্ব ও তাৎপর্য নতুন …

error: Content is protected !!