ঢাকার কেরানীগঞ্জে ৮ বছরের এক শিশু ধর্ষনের অভিযোগে মো: রনি (১৮) নামে এক কিশোর কে আটক করেছে এলাকাবাসী। পরে তাকে র্যাব ১০ এর কাছে হস্তান্তর করা হয়। ঘটনাটি কেরানীগঞ্জের শুভাঢ্যা হাবীবনগর এলাকায়।
স্থানীয় এলাকাবাসী সুত্রে জানা যায়, ৮ বছরের বাচ্চা মেয়েটি কেরাণীগঞ্জের শুভাড্যা উত্তর পাড় হাবিবনগর একটি বাসায় দীর্ঘদিন যাবত ভাড়া থাকে। মেয়েটিকে ধর্ষনের চেষ্টাকারী রনিও ঐ একই বাসায় ভাড়া থাকে। রনি মূলত এলাকার বখাটে হিসেবেই পরিচিত। আজ দুপুরে মেয়েটিকে কাচা আম খাওয়ার প্রলোভন দেখিয়ে রতনের খামার এলাকায় নিয়ে যায়। পরে ঐ খানে ধর্ষনের চেষ্টা করলে মেয়েটি চিৎকার করতে থাকে । চিৎকার চেচামেচি শুনে এক রিকশাওয়ালা এগিয়ে আসলে রনি মেয়েটিকে ঐ অবস্থায় ফেলে রেখেই পালিয়ে যায়। পরে রিক্সাওয়ালার সহযোগীতায় মেয়েটি এলাকায় ফিরে।
রিক্সাওয়ালা ও শিশু মেয়েটির কাছ থেকে ঘটনার বর্ননা শুনে এলাকাবাসী বখাটে রনিকে খুজে বের করে র্যাবের হাতে সেপর্দ করে।
এ বিষয়ে র্যাব-১০ কোম্পানী কমান্ডার সিপিসি-২ মেজর শাহরিয়ার সাথে কথা হলে তিনি জানান, এলাকাবাসীর খবর পেয়ে আমরা ঘটনা স্থলে এসেছি। বিষয়টা যাচাই বাছাই চলছে, এখোনো আমার গ্রেফতার করি নি। সত্যতা প্রমান হলে গ্রেফতার করা হবে।