স্বাধীনতা সংগ্রামের প্রথম ডাক প্রামাণ্য ঐতিহ্য বঙ্গবন্ধুর ৭ মার্চের কালজয়ী ভাষণের গুরুত্ব ও তাৎপর্য নতুন প্রজন্মের কাছে ব্যাপকভাবে ছড়িয়ে দিতে বঙ্গবন্ধুর ভাষণ সম্বলিত পঞ্চাশ হাজার লিফলেট বিতরণ করেছে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন।
উপজেলার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ৭ মার্চের আগেই পৌছে দেওয়া হয়েছে এসব ভাষনের নির্ভুল কপি।
সোমবার (৬ মার্চ) দুপুরে উপজেলার সরকারি ইস্পাহানি কলেজ ও ইস্পাহানি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে লিফলেট তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সল বিন করিম।
স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষনের গুরুত্বপূর্ণ অবদান পরবর্তী প্রজন্ম যেনো ভুলে না যায়, নতুন প্রজন্ম বিকৃত ও অসম্পূর্ণ ভাষণ যাতে চিনতে ও বুঝতে পারে সেজন্যই এসব নির্ভুল কপি ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলার নির্বাহী অফিসার।
নির্বাহী কর্মকর্তার হাত থেকে ভাষণের কপি নিতে পেয়ে খুশি শিক্ষার্থীরাও। আর এসব লিফলেট ছাত্রছাত্রীদেরকে বঙ্গবন্ধুর প্রতি আরও আগ্রহী করে তুলবে বলে মনে করছেন শিক্ষা সংশ্লিষ্টরা।
এসময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ রওশন আরা বেগম, অধ্যাপক প্রদিপ কুমার হালদার, অধ্যাপক আলতাফ হোসেন, অধ্যাপক রুহুল আমিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজুল ইসলাম তাপসসহ প্রমুখ। #
০৬ মার্চ ২৩ ইং