কেরানীগঞ্জে সিলেন্ডার বিষ্ফোরনে ৬ জন আহত

ঢাকার কেরানীগঞ্জে গ্যাস সিলেন্ডার বিস্ফোরনে একই পরিবারের ৪ জন সহ মোট ৬ জন আহত হয়েছে। অগ্নিদগ্ধরা হলো স্থানীয় সিরাজ মিয়ার মেয়ে শারমিন (২৫), ছেলে রাজু (২৮) ও রাজুর দুই শিশু কন্যা রোযা(২) ও জান্নাত(৪), রশিদ মিয়ার ছেলে মন্নান (৩১) ও মোতালেব মিয়ার ছেলে হাবিব(২২)। বৃহস্পতিবার রাত ৮ টার পরে কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের বীর বাঘৈর এলাকায় বিস্ফোরনের ঘটনাটি ঘটে। এদের মধ্যে মন্নানকে প্রাথমিক চিকিতসা দিয়ে ছেড়ে দেয়া হয়। বাকি সবাইকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী সুত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত আটটার দিকে কোন্ডা ইউনিয়ন এর বীর বাঘের মৌজার পশ্চিমপাড়া বালুর মাঠ এলাকার বাইতুল মামুর জামে মসজিদ পাশে এ ঘটনা ঘটে। সিরাজ মিয়ার ছেলে রাজু, রশিদের ছেলে মন্না ও মোতালেবের ছেলে হাবিব একসাথে চলাফেরা করতো। বার-বি-কিউ পার্টি করার জন্য তারা সকল আয়োজন করছিলো । এ সময় পার্শ্ববর্তী ঘর থেকে রাজুর দুই মেয়ে ও বোন তাদের সাথে যোগ দেয়। গ্যাসের সিলেন্ডার বারবার ডিস্টার্ব করছিলো। এ সুযোগে পুরো রান্না ঘরে গ্যাসে পরিপূর্ন হয়ে যায়। পরে আগুন জ্বালাতে গেলে পুরো ঘর গ্যাস বোঝাই হয়ে যাওয়ার কারনে ম্যাচ জ্বালানোর সাথে সাথেই সিলেন্ডার বিষ্ফোরন ঘটে।

কোন্ডা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড মেম্বার আবু বকর জানান , রান্না করার সময় অসবাধানতা বসত গ্যাস লিকেজ হয়ে আগুনের সুত্রপাত হয়েছে। আহতদেও মধ্যে ১ জন ছাড়া বাকি সকলের অবস্থা আশঙ্কাজনক। বাচ্চা দুটির প্রায় ৪৬ শতাংশ পুরে গেছে। তাদেরকে আইসিইউতে নেয়া হয়েছে।#

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

কেরানীগঞ্জে ৭ মার্চের ভাষণ সম্বলিত পঞ্চাশ হাজার লিফলেট বিতরণ

স্বাধীনতা সংগ্রামের প্রথম ডাক প্রামাণ্য ঐতিহ্য বঙ্গবন্ধুর ৭ মার্চের কালজয়ী ভাষণের গুরুত্ব ও তাৎপর্য নতুন …

error: Content is protected !!