কেরানীগঞ্জে শিশুশ্রম নিরসনে অংশী জন সভা অনুষ্ঠিত

ঢাকার কেরানীগঞ্জে পোশাক শিল্প ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শিশু শ্রম নিরশনে সরকার অনুমোদিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন শীর্ষ  অংশী জন সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সাল বিন করিমের সভাপতিত্বে এ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ মহাপরিদর্শক এ কে এম সালাউদ্দিন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক ডাক্তার দীপা দত্ত, বাংলাদেশ লেবার ফাউন্ডেশনের মহাসচিব জেড এম কামরুল আনাম, কেরানীগঞ্জ গার্মেন্ট ব্যবসায়ী ও দোকান মালিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি হাজী মোঃ স্বাধীন শেখ,  বাংলাদেশ লেবার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এ কে এম আশরাফ উদ্দিন মুকুট, ডেপুটি পরিচালক মাহমুদুল হাসান খান,প্রোগ্রাম  অফিসার সারোয়ার আলম ও কেরানীগঞ্জ ক্ষুদ্র গার্মেন্ট শ্রমিক কল্যাণ ইউনিয়নের সভাপতি মোঃ জাকির হোসেন   পান্নু প্রমূখ।

বিভিন্ন পোশাক কারখানা সহ অন্যান্য প্রতিষ্ঠানে  শিশুশ্রম দ্রুত কিভাবে নিরসন করা যায় যে বিষয়ে সবাই  কার্যকরী আলোচনায় ঐক্যমত পোষণ করেন।#

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

কেরানীগঞ্জে ৭ মার্চের ভাষণ সম্বলিত পঞ্চাশ হাজার লিফলেট বিতরণ

স্বাধীনতা সংগ্রামের প্রথম ডাক প্রামাণ্য ঐতিহ্য বঙ্গবন্ধুর ৭ মার্চের কালজয়ী ভাষণের গুরুত্ব ও তাৎপর্য নতুন …

error: Content is protected !!