ঢাকার দক্ষিন কেরানীগঞ্জে চুনকুটিয়া এলাকায় ২ পরিবহন চাদাবাজকে গ্রেপ্তার করেছে র্যাব-১০ এর একটি আভিযানিক দল । ২৩ অক্টোবর রবিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব-১০ সুত্রে জানা যায়, মোঃ তাজ (৩৮) ও মোঃ হায়দার (৩০) বেশ কিছুদিন যাবৎ চুনকুটিয়া এলাকায় সিএনজি ও আটো রিকশা চালকদের নিকট হতে বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে চাদা আদায় করা কালীন রবিবার রাতে এই ০২ জন চাঁদাবাজকে হাতেনাতে গ্রেফতার করে র্যাব। এসময় তাদের নিকট থেকে আদায়কৃত চাঁদা- ৯৫০/- (নয়শত পঞ্চাশ) টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা বেশ কিছুদিন যাবৎ দক্ষিণ কেরাণীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায়, সিএনজি ও অটোরিকশা হতে বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন করে অবৈধভাবে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিল।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।#