কেরানীগঞ্জে রাজউকের উচ্ছেদ অভিযান

ঢাকার কেরানীগঞ্জে নজরগঞ্জ এলাকার হাজী দিদার হোসেন সড়কের দুই পাশে গড়ে তোলা একাধিক ভবনের বর্ধিত অংশ ভাঙ্গতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ-রাজউক।

আজ দুপুরে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমিন উদ্দিনের নেতৃত্বে তিনটি দোতলা এবং একটি ৬তলা বাড়ির বর্ধিত অংশ ভেঙ্গে ফেলা হয়। রাজউকের জোন-৭ এর অথরাইজড অফিসার ইঞ্জিনিয়ার নুর আলম বলেন, এই সড়কে নির্মিত এবং নির্মাণাধীন বাড়িগুলোর অধিকাংশ রাজউকের বিধি মালা অনুযায়ী জায়গা ছেড়ে তৈরী করা হয়নি।

এমনকি ফুটপাতের উপরে বারান্দার বর্ধিত অংশ তৈরী করা হয়েছে। এই অভিযান কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় চলমান থাকবে বলে জানান এই কর্মকর্তা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

ধলেশ্বরীতে অবৈধ ড্রেজার বসিয়ে চলছে বালু আনলোডিং; হুমকির মুখে তীর রক্ষায় ব্যবহৃত জিও ব্যাগ

কোনো ধরনের অনুমতি ছাড়াই কেরানীগঞ্জে ধলেশ্বরী তীরে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ড্রেজার মেশিন দিয়ে আশে পাশের …

error: Content is protected !!