কেরানীগঞ্জে ভ্রাম্যমান আদালতে ৪টি ইটভাটকে ৪০লক্ষ টাকা জরিমানা

কেরানীগঞ্জে ৪টি অবৈধ ইটভাটাকে ৪০লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে (আজ) গতকাল মঙ্গলবার দুপুরে কোন্ডা ইউনিয়নের মোল্লারহাট ও জাজিরা এলাকায় ভ্রাম্যমান আদাতের অভিযান পরিচালনা করা হয়। পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং শাখার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ এই ভ্রাম্যমান আদালতের অভিযানের নেতৃত্ব দেন। পরিবেশের ছাড়পত্র, জেলা প্রশাসকের লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় মোল্লারহাট এলাকায় মেসার্স মোল্লা ব্রিকস, মেসার্স এম,এইচ এন্ড কোং , জাজিরা এলাকায় মেসার্স নিউ ব্রিকস এবং এবিএম ব্রিকস নাামে ৪টি ইটভাটাকে ৪০লক্ষ টাকা জরিমানা করা হয়। এদের মধ্যে মোল্লা ব্রিকস ও এম.এইচ এন্ড কোং ব্রিকসকে ১১লক্ষ টাকা করে ২২লক্ষ টাকা এবং নিউ ব্রিকসকে ৮লক্ষ টাকা এবং এবিএম ব্রিকসকে ১০লক্ষ টাকা জরিমান করা হয়। মেসার্স নিউ ব্রিকস, মেসার্স এম.এইচ এন্ড কোং ব্রিকস দুইটির ইটভাটাকে ভেকুদিয়ে আংশকি ভেঙ্গে ফেলা হয় এবং মোল্লা ব্রিকসসহ ওই তিনটি বিকস এর ইটভাটায় ফায়ার সার্ভিসের গাড়ি থেকে পানি দিয়ে ভিজিয়ে দেয়া হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের ঢাকা অঞ্চলের ডিডি মোঃ আল-আমিন,সহকারী পরিচালক(প্রচার) সমর দাস কৃষ্ণ, পরিবেশ অধিদপ্তর ঢাকা জেলা কার্যালযেয়র উপ-পরিচালক খালেদ হাসান, সহকারী পরিচালক শরিফুল ইসলাম ও মিহির লাল সরদার। মোল্লা ব্রিকস এর মালিক মুসলিম উদ্দিন মোল্লা জানান, আমরা ইটভাটা প্রয়োজনীয় কাগজপত্রের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অফিসে জমা দিয়েছি। পরিবেশ অধিদপ্তর আগে আমাদেরকে সতর্ক করলে আমরা এতো ক্ষতির সন্মুখিন হতাম না। পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং শাখার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ বলেন, কেরানীগঞ্জের জাজিরা ও মোল্লারহাট এলাকায় ইটভাটাগুলো অবৈধভাপে চলে আসছিল। তাদের বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেনি এমনকি তাদের কোন লাইসেন্সও নেই। তাই তাদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। পর্যায়ক্রমে আরো ইটভাটায় ভ্রাম্যামান আদালতের অভিযান চালানো হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

ধলেশ্বরীতে অবৈধ ড্রেজার বসিয়ে চলছে বালু আনলোডিং; হুমকির মুখে তীর রক্ষায় ব্যবহৃত জিও ব্যাগ

কোনো ধরনের অনুমতি ছাড়াই কেরানীগঞ্জে ধলেশ্বরী তীরে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ড্রেজার মেশিন দিয়ে আশে পাশের …

error: Content is protected !!