কেরানীগঞ্জে ভূয়া পুলিশ ও আন্তঃজেলা ৩ ডাকাতকে গ্রেফতার করেছে র‍্যাব

ঢাকার কেরানীগঞ্জে ভূয়া পুলিশ ও আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ দুর্ধর্ষ ০৩ ডাকাতকে গ্রেফতার করেছে র‍্যাব। গ্রেফতারকৃতরা হলেন,
জমিস মোল্লা (৩৫), মোঃ জাহিদুলইসলাম(২৫),মোঃ ইয়াসিন। বুধবার বিকাল ৩ টায় র‍্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র‍্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, গত মঙ্গলবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসের রাজেন্দ্রপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে ভূয়া পুলিশ ও আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ দুর্ধর্ষ ০৩ ডাকাতকে গ্রেফতার করেছে র‍্যাব। গ্রেফতারকৃত ব্যক্তিরা আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে ঢাকার দলের সর্দার নেতৃত্বে ঢাকা, নরসিংদী শরীয়তপুর ও মুন্সিগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকা পুলিশের ছদ্মবেশে এবং অস্ত্রের ভয় দেখিয়ে স্বর্ণালংঙ্কার, টাকা ও অন্যান্য মূল্যবান সম্পদ ডাকাতি করত। এছাড়াও তারা বড় বড় ব্যবসায়ীদের অস্ত্রের ভয় দেখিয়ে মোটা অংকের চাঁদা নিতো এবং চাঁদা দিতে রাজি না হলে অস্ত্র দিয়ে হত্যা ও গুরুতর যখন করত।


তিনি আরও বলেন, জসিম শরীয়তপুরের জাজিরা এলাকায় গত ৮ সেপ্টেম্বর তারিখে সংঘটিত চাঞ্চল্যকর রিপন হত্যা মামলার প্রধান আসামী।তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই, প্রতারণা, মারামারি ও হত্যা চেষ্টাসহ মোট ১৩টি মামলা রয়েছে যার মধ্যে ১টি মামলায় সে সাজাপ্রাপ্ত আসামী। এবং গ্রেফতারকৃত জাহিদুল ও ইয়াসিন ডাকাত সর্দারের অন্যতম প্রধান সহযোগী। তাদের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছেন। এসময় তাদের কাছ থেকে তিনটি স্বর্ণের চেইন,দুইটি রুপার বেসলেট, দুইটি ল্যাপটপ, পুলিশের এসআই র‌্যাংক ব্যাজসহ দুইটি হাফ শার্ট, দুইটি প্যান্ট, ২টি ক্যাপ, দুইটি বেল, দুইটি বেল্ট, দুইটি ওয়াকিটকি, ২ জোড়া কালো বুট, দুইটি পুলিশ রেইনকোট, একটি খেলনা পিস্তল, একটি চাপাতি, দুইটি সুইচ গিয়ার চাকু,একটি দুরবিনসহ নগদ ৫৩ হাজার টাকা উদ্ধার করা হয়।


গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

হুমায়ূন আহমেদের গল্প-স্মৃতি ‘কোথাও বৃষ্টি হচ্ছে’

এই নন্দিত লেখকের বই পড়েননি, কিংবা তাঁর টেলিভিশন নাটক দেখেননি- বাংলাদেশে কিংবা প্রবাসী বাংলাদেশীদের মধ্যে …

error: Content is protected !!