ঢাকার কেরানীগঞ্জে রোহিতপুর ইউনিয়নের সোনাকান্দা গ্রামের আমেরিকারন প্রবাসী মোঃ রজ্জব আলীর ব্যাক্তি উদ্যোগে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
২৯ এপ্রিল শুক্রবার সকালে প্রায় ৩ শতাধিক গরীব ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্র তুলেদেন দেশে থাকা তার পরিবারের লোকজন। বরাবরের এবারও ঈদ সামগ্রী পেয়ে খুশি অসহায় পরিবারগুলো।
উপহার নিতে আসা আসমা বেগম বলেন, আমরা গরীব মানুষ, ছেলে নেই, দুই মেয়ে নিয়ে কষ্টে দিন কাটে। ঈদ আসলেই আমরা আশায় থাকি রজ্জব সাহেব আমাদের ঈদের বাজার করে দিবে। তাদের দেওয়া পোলার চাউল, সেমাই,চিনি, দুধ দিয়েই কাটে আমাদের ঈদ।
রামেরকান্দা থেকে ঈদ সামগ্রী আসা এক হিন্দু যুবক জানান, আমার বাবাও এই বাড়ি থেকে ঈদের উপহার পেতো, আজ বাবা নেই কিন্তু তাদের সাহায্য দেওয়া থেমে নেই।
প্রবাসী রজ্জব আলী জানান, আমরা প্রতি ঈদেই গরীব অসহায় মানুষের পাশে দাড়াতে চাই, সাধ্যমতো চেষ্টা করি কিছু মানুষকে খুশি করতে। ইনশাআল্লাহ আমাদের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।