ঢাকার কেরানীগঞ্জে জোড়পূর্বক বাড়ি দখল ও মারধোর করার অভিযোগ এনে মো: ইয়াসিন নামে এক ব্যাক্তির বিরুদ্ধে মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে একটি ভুক্তভোগী পরিবার। রবিবার সকালে কেরানীগঞ্জের কদমতলী নুর ইসলাম কমান্ডার চত্বরে এ মানব বন্ধন ও বিক্ষোভ মিছিলটি করা হয়।
ভুক্তভোগী পরিবারটি অভিযোগ করে বলে, দীর্ঘ ৫০ বছর ধরে তারা তাদের সম্পত্তিতে বসবাস করে আসছে । তাছাড়া আদালতে তাদের সম্পত্তি নিয়ে একটি মামলা চলছিলো, মামলার রায় ও তাদের পক্ষে আসছে। মামলায় হেরে ইয়াসিন তার লোকজন নিয়ে গত শনিবার জোড়পূর্বক জায়গাটি দখল করতে চায়। এবং বাড়িতে থাকা লোকজনের উপর হামলা করে। এ ঘটনায় রুনা বেগম, ওয়াসিম,সালমান,পলি, মন্টি ও পায়েল গুরুত্বর জখম হয়েছে।
তবে অভিযোগের বিষয়টি অস্বীকার করে মো: ইয়াসিন বলেন, ঘটনাটি সঠিক নয়, আমি এবং আমার পরিবার এই জায়গাটির মূল মালিক। আমাদের কাছে সকল কাগজপত্র রয়েছে। একটি মহল আমাদের জমিটি দীর্ঘদিন ধরে দখল করে রেখেছে। তাদের দখল ছাড়তে বলায় তারা নিজেরা নিজেরা মারামরি ঘটনা ঘটিয়ে আমার উপর দোষ চাপানোর পরিকল্পনা করেছে। #