ঢাকার কেরানীগঞ্জে বস্তা ভরা এক লাশ উদ্ধার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। বুধবার ২১ এপ্রিল বেলা ১১ টায় কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নের পল্লী বিদ্যুৎ অফিসের সামনের রাস্তা থেকে লাশ টি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান বুধবার সকালে কালিন্দী পার হাউজের সামনে একটি বস্তা পরে থাকতে দেখে সবার সন্দেহ হয়। বস্তাটির সামনে গিয়ে খুললে তাতে একটি নবজাতকের লাশ দেখতে পাওয়া যায়। পরে তারা কেরানীগঞ্জ মডেল থানা পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে নিয়ে যায়।
কেরানীগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ কাজী মাইনুল ইসলাম পিপিএম জানান, সকালে স্থানীয়দের খবর পেয়ে শিশুটির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। শিশুটির বয়স ২/১ দিন হবে তার নাম পরিচয় জানা যায় নি। ধারনা করা হচ্ছে পরিচয় গোপন করার জন্যই কেউ লাশটি ফেলে গেছেন।#