দেশব্যাপী বিএনপি-জামায়াতের সমাবেশের নামে নৈরাজ্য, সন্ত্রাস সৃষ্টি, অগ্নিসংযোগ, পরিবহন ভাঙচুর করার প্রতিবাদে ঢাকার কেরানীগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বঙ্গমাতা সাংস্কৃতিক জোট।
শনিবার (১০ ডিসেম্বর) সকালে কেরানীগঞ্জের প্রাণকেন্দ্র কদমতলী মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে।
বিক্ষোভ ও গণমিছিলটি কেরানীগঞ্জের ইমামবাড়ি থেকে শুরু করে বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে কদমতলী গোল চক্করে গিয়ে শেষ হয়। পরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা ও সভাপতি শেখ শাহ আলমের নেত্রীত্বে অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
গণ-সমাবেশে বক্তারা বলেন, আন্দোলনের নাম করে বিএনপি-জামায়াতকে নৈরাজ্য সৃষ্টি করতে দেওয়া হবে না।
আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে তারা বলেন, বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে আমরা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপি- জামায়াত যেন জ্বালাও পোড়াও, মানুষ হত্যা করতে না পারে সেজন্য আওয়ামী লীগ অঙ্গ-সহযোগী সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে সজাগ ও সতর্ক থাকতে হবে।