কেরানীগঞ্জে পোষাক কারখানায় অগ্নিকান্ড

ঢাকার কেরানীগঞ্জে আগানগর নাগর মহল রোডে হেলাল মিয়ার মার্কেটের ৫ তলায় একটি জ্যাকেটের কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার ১১ নভেম্বর বিকাল সাড়ে চারটার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় কোন হতাহতের ঘটনা না ঘটলেও পুড়ে গেছে কারখানায় থাকা মালামাল।

স্থানীয়রা জানান, শুক্রবার বিকাল সাড়ে চারটার দিকে হঠাৎ করেই হেলাল মিয়ার ভবনের ৫ তলার কারখানায় অগ্নি সংযোগের ঘটনাটি ঘটে। শুক্রবার হওয়ায় কারখানাটি বন্ধ অবস্থায় ছিলো। কারখানাটিতে পোষাক তৈরীর সুতা,তুলা,কাপড় থাকায় মুহুর্তেই আগুন কারখানার  পুরো ফ্লোরে ছড়িয়ে পড়ে। এতে আশেপাশের ভবনের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

আগুন লাগার সাথে সাথে ফায়ার সার্ভিসে কল দিলেও তারা আসতে দেড়ি হওয়ায় স্থানীয় যুবকেরা ঝুকি নিয়েই অগ্নি নির্বাপনের চেষ্টা করে। স্থানীয় যুবকদের দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। সাড়ে ৪ টায় আগুনের সুত্রপাত হয়ে ৫.২৫ মিনিটে স্থানীয়রা আগুন নিভাতে সক্ষম হন। আগুন নিভে যাওয়ার শেষ পর্যায়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনা স্থলে আসে।

কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের  ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো: হানিফ জানান, খবর পেয়ে আমরা ঘটনে স্থলে আসি। বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রনে চলে এসেছে। এই দুর্ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটে নি।

দুর্ঘটনার পরে ভবন মালিক ও কারখানা মালিকের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তারা ফোন রিসিভ করেন নি#

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

কেরানীগঞ্জে ৭ মার্চের ভাষণ সম্বলিত পঞ্চাশ হাজার লিফলেট বিতরণ

স্বাধীনতা সংগ্রামের প্রথম ডাক প্রামাণ্য ঐতিহ্য বঙ্গবন্ধুর ৭ মার্চের কালজয়ী ভাষণের গুরুত্ব ও তাৎপর্য নতুন …

error: Content is protected !!