কেরানীগঞ্জে নির্মাণাধীন ভবন থেকে পড়ে গিয়ে মহসিন সিকদার (৩৫) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। গতকাল সোমবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চুনকুটিয়া আটি পাড়া এলাকায় জনৈক রবিন মেম্বারের নির্মাণাধীন ভবনের ৪ তলা থেকে পড়ে গিয়ে সে মারা যায়।
নিহত মহসিনের পিতা খালেক শিকদার তারা বরিশাল জেলার কাজিরহাট থানার জয়নগর এলাকার বাসিন্দা। সে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন বরইতলা এলাকায় শাহ আলমের বাড়িতে ভাড়া থেকে নির্মাণ শ্রমিকের কাজ করতো।
এঘটনায় বাড়ির মালিক জনৈক রবিন মেম্বারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি ঢাকা থাকি এ ব্যাপারে কিছু বলতে পারবো না। ঠিকাদার বলতে পারবে কি হয়েছে।
ঠিকাদার আলাউদ্দিনের সাথে কথা হলে তিনি বলেন, ওই শ্রমিক মাথা ঘুরে ৪ তালা পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা গেছে।
এঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই জালাল উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ প্রাপ্তির জন্য তারা আবেদন করেছে। ওসি স্যার বিষয়টি দেখছেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে
[sharethis-inline-buttons]