কেরানীগঞ্জে নির্বাচন চলাকালে খেলনা পিস্তলসহ ভুয়া র‍্যাব সদস্য গ্রেপ্তার

ঢাকার কেরানীগঞ্জে ১০ ফেব্রুয়ারী অনুষ্ঠিত তারানগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে, নির্বাচন চলাকালীন সময়ে ভোটকেন্দ্রের সামনে থেকে এক ভুয়া র‌্যাব সদস্য গ্রেপ্তার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুর একটায় তারানগর ইউনিয়নের কলমার চর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কেরানীগঞ্জ সার্কেলের অতিঃ পুলিশ সুপার মোঃ শাহাবুদ্দিন কবীর জানান, কলমারচর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে র‌্যাব সদস্য পরিচয়ে একজন ঘোরাঘুরি করার সময় কর্তব্যরত পুলিশের উপ-পরিদর্শক ফরিদুজ্জামান এর সন্দেহ হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে এক পর্যায়ে সে নিজিকে র‌্যাব এর সোর্স দাবী করে।

পরে তাকে গ্রেপ্তার করা হয়। ঘটনা স্থলে আমিসহ ঢাক জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হুমায়ুন কবীর ও কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আবু সালাম উপস্থিত হই। গ্রেপ্তারকৃতের নাম মো: আরিয়ান (৩০) পিতার নাম: আবুল কালাম। সে ঢাকার মোহাম্মদপুরে বসবাস করে। এ সময় তার কাছ থেকে একটি খেলনা পিস্তল, র‌্যাবের ভুয়া আইডি কার্ড উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় নিয়মিত একটি মামলা দায়ের করা হবে বলে জানায় শাহাবুদ্দিন কবীর ।#

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

ধলেশ্বরীতে অবৈধ ড্রেজার বসিয়ে চলছে বালু আনলোডিং; হুমকির মুখে তীর রক্ষায় ব্যবহৃত জিও ব্যাগ

কোনো ধরনের অনুমতি ছাড়াই কেরানীগঞ্জে ধলেশ্বরী তীরে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ড্রেজার মেশিন দিয়ে আশে পাশের …

error: Content is protected !!