চলমান রাজনৈতিক পরিস্থিতিতে যে কোন ধরনের নাশকতা এড়াতে ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি উপজেলার উপর দিয়ে রাজধানীর প্রবেশপথ গুলোতে বসানো হয়েছে পুলিশের তল্লাশী চৌকি। এছাড়া গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্লক রেইড ও বিশেষ অভিযানের মতো কর্মসূচীও পালন করছে পুলিশ।
গতকাল শুক্রবার সকাল থেকে কেরানীগঞ্জ উপজেলার বিভিন্ন পয়েন্টে সরোজমিনে ঘুরে দেখা যায়, কেরানীগঞ্জ উপজেলা থেকে রাজধানীর ৩টি প্রবেশমুখ পোস্তগোলা সেতু, বাবুবাজার সেতু ও বছিলা সেতুর কেরানীগঞ্জ প্রান্তে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বেলা বাড়ার সাথে সাথে এ সড়কে চলাচলাকারী সন্দেভাজন যানবাহনে চালানো হয়েছে পুলিশি তল্লাশী। এছাড়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সার্বক্ষনিক পুলিশ টহল দেখা গেছে। এদিকে শুক্রবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্পটে বিজয় উৎসব ও গণঅবস্থান কর্মসূচী পালন করেছে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এ প্রসঙ্গে দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি ও কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ বলেন, বিজয়ের মাস বাঙালী জাতির অর্জনের মাস। এই মাসে তারা ঘোষণা করেছে আওয়ামীলীগকে পরাজিত করে তারা ক্ষমতায় আসবে। এটি একটি দূস্বপ্ন, এটি তাদের রাজনৈতিক দেওলীয়াত্বের প্রমাণ। তাদের সেই দূস্বপ্ন বাস্তবায়ন করতে দেওয়া হবে না। স্বাধীনতাকামী বাঙালি কখনো পরাজিত হতে পারেনা। আমরা রাজপথে থেকেই তাদেরকে প্রতিহত করবো।
অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) শাহাবুদ্দিন কবীর বলেন, দেশ জাতির জানমালের নিরাপত্তার জন্য আমরা সর্ব্বোচ্চ সচেষ্ট আছি। সাম্প্রতিক বিভিন্ন সংকটে কেউ যেনো কোন নাশকতা করতে না পারে কোন ধরনের অগ্নিসন্ত্রাশ করতে না পারে সে ব্যাপারে আমরা সতর্ক আছি। আমরা বিভিন্ন জায়গায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্লক রেইড ও বিশেষ অভিযান চালাচ্ছি। পরবর্তি ষোষনা না দেওয়া পর্যন্ত আমাদের অভিযান চলমান থাকবে।