কেরানীগঞ্জে নতুন করে ৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৫৪। বিষয়টি জানিয়েছেন কেরানীগঞ্জ স্বাস্থ্য কর্মকর্তা মীর মোবারক হোসেন।
মঙ্গলবার বিকালে মীর মোবারক হোসেন জানান, মঙ্গলবার আমরা করোনা ভাইরাসের ১৬ টি পরীক্ষার রিপোর্ট হাতে পাই এর মধ্যে ৮টি পজেটিভ আসে। এর মধ্যে একজন কারারক্ষী (২৮), জিনজিরা হাউলী এলাকায় (৪৭), আমিরাবাগ এলাকায় (৩২)।শুভাঢ্যায় ২ জন নারী (৪০), (৪১)। শুভাঢ্যায় ২ জন পুরুষ (২০), (৬০), তেঘরিয়ার বেয়ারা একজন পুরুষ (২৫) রয়েছেন।
মীর মোবারক হোসেন আরো বলেন কেরানীগঞ্জবাসী আরো সচেতন না হলে আমাদের আরো বিপদে পড়তে হবে। প্রয়োজনে একবেলা কম খেয়ে হলেও বাসায় থাকতে হবে।