কেরানীগঞ্জে দেশীয় অস্ত্রসহ ০৬ ডাকাত গ্রেপ্তার

ঢাকার কেরাণীগঞ্জে  ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের ০৬ জন সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০ কেরানীগঞ্জ ক্যাম্প। গ্রেপ্তারকৃতরা হলেন, মোঃ কুদ্দুস,আক্কাছ, মোঃ কামাল,মোঃ রুবেল, মোঃ সোহেল,মোঃ তুষার।

গতকাল মঙ্গলবার (আজ) বিকালে র‌্যাবের মিডিয়া সেলে থেকে বিষয়টি নিশ্চিত করেন। র‌্যাব-১০ জানান, মঙ্গলবার ভোর রাতে  কেরানীগঞ্জ মডেল থানার  শহীদনগর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে  অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের ০৬ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয় ।

এসময় তাদের নিকট থেকে ছোট বড় ০৬ টি ছোড়া, ০৭টি মোবাইল ফোন  উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেপ্তারকৃত ডাকাতরা পেশাদার অস্ত্রধারী সন্ত্রাসী এবং সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য।

তারা বেশ কিছুদিন যাবৎ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েসহ বিভিন্ন মহাসড়কে এবং দেশের বিভিন্ন এলাকায় দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের নিকট হতে টাকা পয়সা স্বণালংকারসহ বিভিন্ন জিনিসপত্র ডাকাতি করে আসছিল। এছাড়া গ্রেপ্তারকৃত  মোঃ কুদ্দুস (৩৫) এর বিরুদ্ধে দক্ষিন কেরাণীগঞ্জ থানায় ০২টি ডাকতি প্রস্তুতির মামলা ও ০১টি অস্ত্র আইনে মামলা এবং  আক্কাছ (৪৮) এর বিরুদ্ধে কেরাণীগঞ্জ মডেল থানায় ০১টি মাদক মামলা রয়েছে বলে জানা যায়।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে র‌্যাব-১০ সদস্য বাদী হয়ে কেরানীগঞ্জ  মডেল  থানায় ডাকাতির প্রস্তুতির মামলা রুজু করা হয়েছে। #

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

সরাইলে আট কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

সরাইল প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৮ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সরাইল থানা পুলিশ। …

error: Content is protected !!