ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার আগানগর ইউনিয়নে দিন দুপুরে রহস্যজনক ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে মালোপাড়া ৩ নং ওয়ার্ডে হাজী সবুজ দেওয়ানের বাসায় এ দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে।
সবুজ দেওয়ান জানায় শুক্রবার জুমআর নামাজের সময় তার নাম উল্লেখ করে দুইজন লোক তাকে খুজতে তার বাসায় আসে। তার স্ত্রী সাদিয়া আক্তার রচনা জানায় সবুজ দেওয়ান বাসায় নেই পরে তাদের আসতে বলে। এ সময় ওই লোক দুইজন রচনাকে একা পেয়ে হাত মুখ বেধে মাথার ও পিঠে গুরুত্বর আঘাত করে তাকে অচেতন করে ডাকাতরা ৮ ভরি স্বর্ণ ও নগদ টাকা সহ ৬ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
পরে তার ছেলে ফয়সাল আহমেদ এসে তার মাকে উদ্ধার করে আহত অবস্থায় মিটফোর্ড হাসপাতালে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করেছে। রচনার স্বামী সবুজ দেওয়ান ডাকাতির ঘটনার সময় তার গ্রামের বাড়ি শরীয়তপুরে অবস্থান করছিলেন। ডাকাতির খবর পেয়ে ঢাকায় আসতে আসতে তার রাত হয়ে যায়।
এ ব্যাপারে রচনার ছেলে ফয়সাল শুক্রবার রাতে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। দক্ষিন কেরানীগঞ্জ থানার ওসি আবুল কালাম আযাদ ভিকটিমের জবানবন্দি শুনে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নিবে বলে জানিয়েছে।