কেরানীগঞ্জে ট্রাকসহ ডাকাত চক্রের ১২ ডাকাত আটক ;মালামাল উদ্ধার

আন্তঃজেলা রড ডাকাত চক্রের ১২ সদস্যকে গ্রেফতার করেছে কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ থানা পুলিশ। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত দুটি ট্রাক জব্দ ও ৫ টন রড উদ্ধার করা হয়।
শুক্রবার (১১ নভেম্বর)  দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় আয়োজিত এক প্রেস রিলিজে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স) আমিনুল ইসলাম।
তিনি জানান,সম্প্রতি দক্ষিণ কেরানীগঞ্জ থানার রিভারভিউ ও মডেল থানার মধু সিটি এলাকাসহ কয়েকটি নির্মাণাধীন বাড়ি থেকে  রড চুরির ঘটনা ঘটে। পরে দক্ষিণ কেরানীগঞ্জ ও  মডেল থানায় দায়ের করা আলাদা মামলার তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় উপজেলার চুনকুটিয়া এলাকা থেকে প্রথমে ডাকাত সর্দার মফিজকে গ্রেফতার করে কেরানীগঞ্জ মডেল থানার উপপরিদর্শক আলক কুমার দে ও উপপরিদর্শক আজাদের নেতৃত্বাধীন একটি চৌকস দল। পরবর্তীতে তার দেয়া তথ্য মোতাবেক ইমন ও রাসেলকে গ্রেফতার করা হয়। এরপর ইমন ও রাসেলের দেয়া তথ্য মোতাবেক ঢাকার খিলগাঁও,নারায়ণগঞ্জ ও কেরানীগঞ্জের বিভিন্ন স্থানের অভিযান চালিয়ে একে একে চক্রের সদস্য ডালিম(৩২) কামাল খান(৪২) হারুন বেপারীসহ মোট ১১ সদস্যকে গ্রেফতার এবং লুন্ঠিত মালামাল উদ্ধার করে।
তিনি আরও জানান, চক্রটি দিনের বেলায় বিভিন্ন নির্মাণাধীন ভবনের আশেপাশে ঘুরাঘুরি করতো এবং রাতের বেলায় তাদের নিজস্ব ট্রাকে করে মালামাল ডাকাতি করে নিয়ে যেতো। গ্রেফতারকৃত ডাকাত সদস্যদের বিরুদ্ধে কেরানীগঞ্জ, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।
 এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার  (কেরানীগঞ্জ সার্কেল) শাহাবুদ্দিন কবির, দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শাহ জামান, কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদসহ মামলার তদন্ত কর্মকর্তাগণ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

কেরানীগঞ্জে ৭ মার্চের ভাষণ সম্বলিত পঞ্চাশ হাজার লিফলেট বিতরণ

স্বাধীনতা সংগ্রামের প্রথম ডাক প্রামাণ্য ঐতিহ্য বঙ্গবন্ধুর ৭ মার্চের কালজয়ী ভাষণের গুরুত্ব ও তাৎপর্য নতুন …

error: Content is protected !!