ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ০১ লক্ষ টাকা সমমূল্যের জাল নোটসহ ০২ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। বৃহস্পতিবার রাতে হাসনাবাদ এলাকায় এ অভিযান চালিয়ে তাদের গ্রপ্তার করেছে। গ্রেপ্তারকৃরা হচ্ছে ঃ
মোঃ বাদল মোল্লা @ বাদল (৪৮) ও মোঃ মাসুম মিয়া (৩৩)। এ সময় তাদের কাছ থেকে ১,০০০/- টাকা সমমূল্যের ১০০টি জাল নোট, ০২টি মোবাইল ফোন ও নগদ- ৩,৭০০/- (তিন হাজার সাতশত) টাকা উদ্ধার করা হয়।
র্যাব-১০ এর অধিনায়ক এডিশনাল ডিআইজি ফরিদ উদ্দিন এক প্রেসবিজ্ঞপ্তিতে বলেন, বেশ কিছু দিন ধরে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ এলাকায় একটি চক্র দীর্ঘদিন যাবৎ জাল টাকা তৈরী করে তা বাজারে সরবরাহ করে আসছে। এই সংবাদের ভিত্তিতে এই এলাকায় গোপনে তদন্ত শুরু করি। তদন্তে ঘটনার সত্যতা প্রমাণিত হলে আমাদের একটি আভিযানিক টিম বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান পরিচালনা করে। অভিযানে জাল নোটসহ ২ জনকে গ্রেপ্তার করেন। এ সময় তাদের কাছ থেকে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা সমমূল্যের ১,০০০/- টাকা ১০০টি জাল নোট ০২টি মোবাইল ফোন ও নগদ- ৩,৭০০/- (তিন হাজার সাতশত) টাকা উদ্ধার করা হয়।
তিরি আরো জানান, র্যাব-১০ এর প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানান যে, তারা বেশ কিছুদিন যাবৎ দক্ষিণ কেরানীগঞ্জসহ আশপাশের বিভিন্ন ব্যস্ততম এলাকায় জাল টাকা সরবরাহ করে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিল।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় র্যাব-১০ এর সদস্য বাদী হয়ে
নিয়মিত মামলা রুজু করা হয়েছে । #