ঢাকার দক্ষীন কেরানীগঞ্জে কেরানীগঞ্জে জাল টাকাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-১০ এর একটি টিম। শুক্রবার ২ সেপ্টেম্বর কেরানীগঞ্জের শুভাঢ্যা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৯২ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।
র্যাব-১০ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তেতে দক্ষিন কেরানীগঞ্জ থানার শুভাঢ্যা এলাকায় জাল নোট উদ্ধারে অভিযান চালানো হয়। অভিযানে মো: মিরাজ সরদার (৩৮),সুমন (৩৫) ও জামাল (৩৪) নামে তিনজনকে জাল নোট সহ হাতে নাতে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৯২ হাজার টাকা সমমূল্যের জাল নোট উদ্ধার করা হয়। এ সময় তাদের কাছে থাকা ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।
প্রাথমিক জিঞ্জাসাবাদে জানা যায়, চক্রটি বেশ কিছুদিন জাবত কেরানীগঞ্জে ও আশে পাশে এলাকায় জাল নোট সরবরাহ করে সাধারন মানুষের সাথে প্রতারনা করে আসছিলো।
আটককৃতদের বিরুদ্ধে দক্ষিন কেরানীগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে বলে জানায় র্যাব -১০।