কেরানীগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত

“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ের উন্নয়ন”এ প্রতিপাদ্যকে সামনে রেখে কেরানীগঞ্জ ৪৯তম জাতীয় সমবায় দিবস ২০২০ পালিত হয়েছে।
গতকাল ( ৭ নভেম্বর ) শনিবার কেরানীগঞ্জ উপজেলা সমবায় কার্যকালের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ জাতীয় সমবায় দিবস পালিত হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি ( মডেল ) কামরুল হাসান সোহেল, অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বি আর ডি বি এর চেয়ারম্যান আব্দুর রউফ শাহীন ও শাক্তা ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ সুরুজ আলী, কেরানীগঞ্জ গার্মেন্ট ব্যবসায়ী ও দোকান মালিক সমবায় সমিতির যুগ্ম সাধারন সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন।
অনুষ্ঠানে যুব প্রশিক্ষণার্থী, শিক্ষক, সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।
সফল কর্মকর্তাদের পদক গ্রহণ করেন,মোঃকামরুল হাসান,মিরাজ আহমেদ, জাকির হোসেন রিপন,মোঃ রফিকুল ইসলাম। এ ছাড়া দিবসটি উপলক্ষে উপজেলা প্রাঙ্গণে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও সমবায় কর্মীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। #

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

ধলেশ্বরীতে অবৈধ ড্রেজার বসিয়ে চলছে বালু আনলোডিং; হুমকির মুখে তীর রক্ষায় ব্যবহৃত জিও ব্যাগ

কোনো ধরনের অনুমতি ছাড়াই কেরানীগঞ্জে ধলেশ্বরী তীরে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ড্রেজার মেশিন দিয়ে আশে পাশের …

error: Content is protected !!