আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে ঢাকার কেরানীগঞ্জে পালিত হলো জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২।
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ উপলক্ষে ১৮ মে ( বুধবার ) কেরানীগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার মেহেদি হাসানের সভাপতিত্বে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ইসমাইল হোসেনের আয়োজনে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি ইস্পাহানি কলেজের অধ্যক্ষ প্রফেসর রওশন আরা বেগম, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল মতিন,উপজেলা একাডেমিক সুপার ভাইজার ( মাধ্যমিক ) হালিমা আক্তার, নয়া বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক,জিনজিরা পিএম পাইলট স্কুল এন্ড কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক , উপজেলা পরিষদ চেয়ারম্যানের একান্ত সহকারী তোফায়েল আহমেদসহ প্রমূখ। এ সময় কেরানীগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
এছাড়া সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে
[sharethis-inline-buttons]