জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে কেরানীগঞ্জ কালিগঞ্জ এলাকার আঞ্চলিক শাখা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ৬ শতাধিক অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (২০ আগস্ট) দুপুরে আঞ্চলিক শাখা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মোঃ মানিক শেখের উদ্যোগে আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী ও কেরানীগঞ্জ তিন আসনে সংসদ সদস্য নসরুল হামিদ বিপু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দক্ষিণ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ম ই মামুন, শুভাঢ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন , আগানর ইউনিয়ন চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ খুশি,ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন, দক্ষিন কেরানীগঞ্জ থানা যুবলীগের সভাপতি মাহমুদ আলম, আগানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মীর আসাদ হোসেন টিটু, কেরানীগঞ্জ গার্মেন্ট মালিক সমিতির সভাপতি স্বাধীন শেখ সহ আঞ্চলিক শাখার স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।