কেরানীগঞ্জে ছাদের রেলিং ভেঙে ৯ মাসের শিশুর মৃত্যু; পরিবারের দাবী হত্যাকান্ড

ঢাকার কেরানীগঞ্জে ছাদের রেলিং ভেঙে পরে গিয়ে আব্রার নামে ৯ মাসের একটি শিশু মারা গেছে। সোমবার ২২ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর আলী আজগর হাসপাতালে শিশুটি মৃত্যুবরন করে। ঘটনাটি ঘটেছে কেরানীগঞ্জের আব্দুল্লাহপুরের কলাকান্দি এলাকায় আব্রারের নানা বাড়িতে। তবে আব্রারের দাদা দাবী করছেন এটি পরিকল্পিত হত্যাকান্ড।

আব্রারের মামা রবিন ঘটনা সম্পর্কে জানায়, আব্রারের বাবার নাম মো: পারভেজ ও মায়ের নাম সুপ্তি বেগম। আব্রারের দাদা বাড়ি ঢাকার দক্ষিন দনিয়ার কুদার বাজার এলাকায়। আব্রারের বাবা বিদেশ থাকার কারনে গত তিনমাস ধরে আব্রার মা সুপ্তি বেগমের সাথে নানাবাড়ি কেরানীগঞ্জের আব্দুল্লাহপুরে বসবাস করছিলো। গত ২১ নভেম্বর রবিবার বিকাল ৫ টার দিকে, আব্রারকে নিয়ে ছোট খালা বাড়ির ২য় তলা ছাদে যায়। এসময় আব্রারের মা ঘরে ছিলো। ছাদে উঠে আাব্রারকে ছাদের আড়াই ফিট উচু বাউন্ডারি করা ওয়ালে বসালে ওয়ালটি ধসে আব্রার ছাদের একপাশে ইটের নিচে পড়ে চায়। সাথে সাথে নিচে এসে খবর দিলে আমরা ওকে দ্রæত উদ্ধার করে, পুরান ঢাকার আলী আজগর হাসপাতালে নিয়ে যাই। হাসপাতালে ১ দিন থাকার পরে, আজকে দুপুর ১২ টার দিকে ও মারা যায়। দেয়ালটি অনেক পুরাতন ছিলো, টেম্পার ছিলো না, তাই দুর্ঘটনাটি ঘটেছে।


এদিকে আব্রারের দাদা আয়নাল আহমেদ জানান, এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। আমার ছেলে পারভেজের সাথে সুপ্তির বিয়ে হয় বছর দুয়েক আগে। বিয়ের কিছুদিন পর থেকেই ওদের বনিবনা হচ্ছিল না। আমার ছেলে ৮ মাস আগে কাতার চলে যায়। পরে মেয়ে ওর বাবার বাড়িতে চলে যায়। ছেলের সাথে ঝগড়ার কারনে ও আমাদের বাসায় থাকতে চাইতো না। সম্পর্ক ছাড়াছাড়ির পর্যায়ে চলে গিয়েছিলো। পরে বিষয়টি মিমাংশা করার জন্য এবং ও যেন আমাদের বাসায় আসে এ জণ্য আগামী ২/৩ দিন পরেই এলাকার কয়েকজনকে নিয়ে বসার কথা ছিলো। এর আগেই ওরা এমনটা করলো। আমি সুষ্ঠ বিচার চাই।

দক্ষিন কেরানীগঞ্জ থানার এসআই সজিব জানান, আজ দুপুরে আজগর আলী হাসপাতাল থেকে মৃত্যুর খবর পেয়ে আমি হাসপাতালে গিয়ে লাশটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি। রিপোর্ট হাতে পাবার পরে মৃত্যুর কারন জানা যাবে। ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা দায়ের করা হয় নি।#

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

কেরানীগঞ্জে ৭ মার্চের ভাষণ সম্বলিত পঞ্চাশ হাজার লিফলেট বিতরণ

স্বাধীনতা সংগ্রামের প্রথম ডাক প্রামাণ্য ঐতিহ্য বঙ্গবন্ধুর ৭ মার্চের কালজয়ী ভাষণের গুরুত্ব ও তাৎপর্য নতুন …

error: Content is protected !!