ঢাকার কেরানীগঞ্জে অজ্ঞাত নামা এক যুবকের (৩২) লাশ উদ্ধার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। শনিবার ৮ অক্টোবর কেরানীগঞ্জ মডেল থানার ভাগনা চিতা খোলা রোডে বালুর মাঠ থেকে এ লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় নাইটগার্ড মঞ্জু মিয়া জানান, শনিবার ভোর রাতে যুবকটি ভাগনা এলাকায় রহস্যজন ভাবে ঘোড়াঘুড়ি করছিলো। চোর সন্দেহ করলে এলাকাবাসী ধাওয়া দিলে যুবকটিও দৌড় দেয়। এক পর্যায়ে যুবকটিকে ধরে গনপিটুনি দিয়ে ভাগনা খালে ফেলে দেয় এলাকার লোকজন। খাল থেকে উঠিয়ে দেখে যুবকটি মারা গেছে, পরে তাকে পাশ্ববর্তী বালুর মাঠে ফেলে চলে যায় ।
নিহতের পড়নে ছিলো আর্মি কালার হাফপেন্ট ও নীল রংয়ের একটি হাফ হাতা গেঞ্জি। শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
এ ঘটনায় মডেল থানায় খবর দিলে মডেল থানার এস আই শরীফ লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে লাশ প্রেরন করে।
কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মামুন আর রশিদ জানান, চোর সন্দেহে গনপিটুনি দিয়ে এলাকাবাসী এক যুবককে মেরেছে। লোকটির পরিচয় না পাওয়া পর্যন্ত নিশ্চিত ভাবে বলা যাবে না সে চোর ছিল কি না। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু দায়ের করা হয়েছে #

কেরানীগঞ্জে গনপিটুনিতে যুবক নিহত
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে
[sharethis-inline-buttons]