ঢাকার কেরানীগঞ্জে গনপিটুনীতে বিল্লাল ওরফে ধোপা বিল্লাল (৩০) নামে এক ছিনতাইকারী নিহত হয়েছে। রবিবার রাত ৮ টার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন জিনজিরা থানাঘাট সংলগ্ন এলাকায় মাদ্রাসার সামনে জন সাধারনের গন পিটুনীতে মারা যায় সে।
প্রত্যক্ষদর্শী এলাকাবাসীরা জানান, বিল্লাল একজন চিহ্নিত ছিনতাইকারী। রাত হলেই সে বেড়িবাধ এলাকায় নিয়মিত ছিনতাই করতো। এর আগে ধরা পরে কয়েকবার জেল ও খেটেছে। জেল থেকে বের হয়ে প্রতিবার ই পুনরায় ছিনতাই করতো। আজকে রবিবার রাত ৮ টার দিকে আগানগর মাঞ্জাপট্টি বেড়িবাধ এলাকায় ছিনতাই করার উদ্দেশ্যে এক ব্যাক্তিকে ধারালো অস্ত্র দিয়ে আটকায় বিল্লাল। পরে ঐ লোক ডাক চিৎকারে আশে পাশের লোকজন জড়ো হয়ে বিল্লালকে ধাওয়া করে। ধাওয়া খেয়ে বিল্লাল বেড়িবাধ দিয়ে দৌড়াতে দৌড়াতে জিনজিরা থানা ঘাট এলাকায় এসে পড়ে যায়। এখানে স্থানীয়রা সবাই তাকে গনপিটুনী দেয়। পিটুনী খেয়ে উঠে দৌড় দিলে থানা ঘাটের ২০০ গজ পশ্চিম পাশে এসে আবার পড়ে যায়। স্থানীয়রা আরেক দফা পিটায় বেল্লালকে। দুই দফা গন পিটুনী খেয়ে বিল্লাল গুরুত্বর জখম হয়ে ঐ খানেই মারা যায়।
এ ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ মামুনুর রশীদ জানান, বিষয়টি শুনে আমরা ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করেছি।#

কেরানীগঞ্জে গনপিটুনিতে ছিনতাইকারী নিহত
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে
[sharethis-inline-buttons]