কেরানীগঞ্জে কোম্পানির টাকা আত্মসাৎ করে পালিয়েছে কর্মচারী

কেরানীগঞ্জে হাসনাবাদে ফোর ষ্টার নেভিগেশন কোম্পানির ১০ লক্ষাধিক টাকা আত্মসাৎ করে কর্মচারী বদরুল আলম লিটন (৫০) পালিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কোম্পানির আওতাভুক্ত ফোর স্টার জাহাজের মাষ্টার ফখরুল আলম ৫ ডিসেম্বর দক্ষিন কেরানীগঞ্জ থানায় একটি সাধারন ডায়রী করেছেন।

ফোর স্টার নেভিগেশন কোম্পানির স্বত্তাধিকারী মো: হায়েত আলী জানান, প্রায় ৮ বছর ধরে তার কোম্পানিতে মিস্ত্রী ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন লিটন। গত ৪ ডিসেম্বর কোম্পানির ১০ লক্ষাধিক টাকা নিয়ে সে উধাও হয়ে যায়। এ ঘটনায় পরদিন দক্ষিন কেরানীগঞ্জ থানায় একটি সাধারন ডায়রী করা হয়েছে। তবে লিটনের স্ত্রীর সঙ্গে কথা বলে জানা গেছে, লিটন রাজবাড়ি জেলায় আত্মগোপনে আছেন।

হায়েত আলী বলেন, অনেক সময় কোম্পানির আর্থিক বিষয়াদি ও লেনদেন লিটন দেখাশোনা করতো। যেহেতু সে টাকা আত্মসাৎ করে পালিয়েছে, এজন্য ফোর ষ্টার নেভিগেশন কোম্পানির ব্যাপারে বা আর্থিক কোন বিষয়ে তার সঙ্গে যোগাযোগ না করার অনুরোধ রইল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

ধলেশ্বরীতে অবৈধ ড্রেজার বসিয়ে চলছে বালু আনলোডিং; হুমকির মুখে তীর রক্ষায় ব্যবহৃত জিও ব্যাগ

কোনো ধরনের অনুমতি ছাড়াই কেরানীগঞ্জে ধলেশ্বরী তীরে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ড্রেজার মেশিন দিয়ে আশে পাশের …

error: Content is protected !!