কেরানীগঞ্জে করোনা ভাইরাসের বিষয়ে সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ

কেরানীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী ও দোকান মালিক সমিতির উদ্যোগে করোনা ভাইরাসের বিষয়ে সচেতনতা বাড়াতে গণমানুষের মধ্যে লিফলেট বিতরণ করা হয়েছে। শনিবার (২১ মার্চ) বিকালে কেরানীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী ও দোকান মালিক সমিতির পক্ষ থেকে কেরানীগঞ্জ জেলা পরিষদ মার্কেট, গুদারাঘাটে জনবহুল এলাকায় লিফলেট বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন  কেরানীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী ও দোকান মালিক সমিতির সভাপতি আলহাজ্ব স্বাধীন শেখে, সাধারণ সম্পাদক হাজী মুসলিম ঢালী, কোষাধ্যক্ষ শেখ কাওসার সহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

হাজী মুসলিম ঢালী বলেন,করোনা সম্পর্কে মানুষকে সচেতন করতে আমাদের এ আয়োজন। ।  কেরানীগঞ্জ কালীগঞ্জে বিভিন্ন গার্মেন্টস ব্যবসায়ীও গার্মেন্টস শ্রমিকদের মাধ্যমে সচেতনতামূলক প্রচারণা চালিয়ে যাচ্ছি । মাননীয় প্রধানমন্ত্রী করোনা থেকে রক্ষায় সর্বোচ্চ ব্যবস্থা গ্রহন করেছেন। প্রশাসন করোনা মোকাবেলায় যথেষ্ট তৎপর । এখন জনগনের  সচেতনতার মাধ্যমেই ভাইরাস থেকে বাঁচা সম্ভব।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

ধলেশ্বরীতে অবৈধ ড্রেজার বসিয়ে চলছে বালু আনলোডিং; হুমকির মুখে তীর রক্ষায় ব্যবহৃত জিও ব্যাগ

কোনো ধরনের অনুমতি ছাড়াই কেরানীগঞ্জে ধলেশ্বরী তীরে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ড্রেজার মেশিন দিয়ে আশে পাশের …

error: Content is protected !!