কেরানীগঞ্জে এসিল্যান্ড –পুলিশসহ আরো ৯ জন করোনায় আক্রান্ত ; মোট ৩৫৮

কেরানীগঞ্জে  নতুন করে আরো ০৯ জনের করোনা শনাক্ত হয়েছে।  এ নিয়ে কেরানীগঞ্জে মোট করোনায় শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ৩৫৮  জন। শুক্রবার রাত ১১.০০ এ তথ্য জানিয়েছেন কেরানীগঞ্জ স্বাস্থ্য কর্মকর্তা মীর মোবারক হোসেন দিগন্ত।

তিনি আরো জানান, শুক্রবার আক্রান্তদের মধ্যে কেরানীগঞ্জ সহকারী কমিশনার কামরুল হাসান সোহেল সহ কেরানীগঞ্জ মডেল থানার ৪ জন পুলিশ সদস্য, জিনজিরা মডেল টাউন এলাকার এক পুরুষ (৩২), আমিরাবাগ এলাকার এক তরুনী (১৮),  কালন্দী ইউনিয়নের এক পুরুষ (৫৫),  এবং পূর্ব চড়াইল এলাকার এক মহিলা (৪০) রয়েছে।

 

মীর মোবারক হোসেন আরো বলেন, দিন যত যাচ্ছে করোনা পরিস্থিতি আরো খারাপ হচ্ছে। সবাইকে সামনের দিনগুলোতে আরো সচেতন হতে হবে। একমাত্র নিজ থেকে সামাজিক ভাবে সচেতন হলে, সামাজিক দুরুত্ব বজায় রাখলেই কেবল করোনাকে প্রতিরোধ করা সম্ভব। ইতিমধ্যে কেরানীগঞ্জবাসীকে করোনা সম্পর্কে সচেতন করতে গিয়ে দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্রান্ত হয়েছে। তারপরেও মানুষ সচেতন হচ্ছে না।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

কেরানীগঞ্জে ৭ মার্চের ভাষণ সম্বলিত পঞ্চাশ হাজার লিফলেট বিতরণ

স্বাধীনতা সংগ্রামের প্রথম ডাক প্রামাণ্য ঐতিহ্য বঙ্গবন্ধুর ৭ মার্চের কালজয়ী ভাষণের গুরুত্ব ও তাৎপর্য নতুন …

error: Content is protected !!