কেরানীগঞ্জে এসিল্যান্ডসহ আরো ২০ জন করোনায় আক্রান্ত

কেরানীগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ২০ জনের করোনা শনাক্ত হয়েছে।  এ নিয়ে কেরানীগঞ্জে মোট করোনায় শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ৩২৭ জন। সোমবার রাতে এ তথ্য জানিয়েছেন কেরানীগঞ্জ স্বাস্থ্য কর্মকর্তা মীর মোবারক হোসেন দিগন্ত।

তিনি আরো জানান, সোমবার আক্রান্তদের মধ্যে কেরানীগঞ্জের সহকারী কমিশনার (দক্ষিন,ভূমি)সহ সাজেদা হাসপাতালের তিন স্বাস্থ্যকর্মী,  চুনকুটিয়া ইউনিয়নের শুভাঢ্যায় এক নারী (৬০), তেলঘাটে এক নারী (২৯),  ৪ জন র‍্যাব সদস্য, জিনজিরায় চারজন পুলিশ সদস্য, জিনজিরা রসুলপুরে ২ জন, মডেল টাউনে একজন, কেরানীগঞ্জ স্বাস্থ্যকমপ্লেক্সে এক স্বাস্থ্যকর্মী, কালিন্দী ইউনিয়নের চড়াইলে এক নারী এবং রুহিতপুরের কাঠপটিতে একজন আক্রান্ত হয়েছে।

 

এছাড়া আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত ৩৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এবং ৮ জন মৃত্যু বরণ করেছেন।#

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

ধলেশ্বরীতে অবৈধ ড্রেজার বসিয়ে চলছে বালু আনলোডিং; হুমকির মুখে তীর রক্ষায় ব্যবহৃত জিও ব্যাগ

কোনো ধরনের অনুমতি ছাড়াই কেরানীগঞ্জে ধলেশ্বরী তীরে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ড্রেজার মেশিন দিয়ে আশে পাশের …

error: Content is protected !!