সামসুল ইসলাম সনেটঃ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ( এসএসসি ) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে আজ। সারা দেশের ন্যায়ে কেরানীগঞ্জেও কোন রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই প্রথম দিনের এসএসসি বাংলা ( আবশ্যিক ) প্রথম পত্র , সহজ বাংলা প্রথম পত্র এবং বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি পরিক্ষা সম্পন্ন হয় ।
সকাল ১০ টা থেকে শুরু হয়ে দুপুর ১টায় প্রথম দিনের পরিক্ষা শেষ হয়। মাদ্রাসা বোর্ডের দাখিল পরিক্ষার্থীদের কুরআন মাজিদ ও তাজবিদ এবং এসএসসি ভােকেশনালে বাংলা – ২ ( ১৯২১ ) ( সৃজনশীল ) ( নতুন সিলেবাস বা পুরাতন সিলেবাস ) ও দাখিল ভােকেশনালে বাংলা – ২ ( ১৭২১ ) ( নতুন সিলেবাস বা পুরাতন সিলেবাস ) বিষয়ের পরীক্ষা সম্পন্ন হয়।
কেরানীগঞ্জ উপজেলায় ১৪টি কেন্দ্রে সর্বমোট ৬৩৬৩ জন পরিক্ষার্থী পরিক্ষায় অংশগ্রহণ করার কথা থাকলেও ১৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেনি। পরিক্ষায় ৬৩৪৪ জন শিক্ষার্থীর অংশগ্রহনে কথা নিশ্চিত করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নিলুফার জাহান