কেরানীগঞ্জে ইমাম সমিতির সভাপতির গলাকাটা লাশ উদ্ধার

ঢাকার কেরানীগঞ্জের পশ্চিম বরিশুর এলাকায় মাওলানা আহসান উল্লাহ (৪৫) নামক এক ব্যাক্তির গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকালে নিজ ফ্লাটের পাকের ঘরে পিতার গলাকাটা লাশ দেখে প্রথমে পরিবার ও পরে পুলিশকে খবর দেয় তার বড় ছেলে মোঃ ঈসান উল্লাহ। রাতে বাবা-ছেলে একই রুমে ঘুমিয়ে ছিলো বলে জানিয়েছে তার পরিবারের লোকজন।
নিহতরা সাত  ভাই। ভাইদের মধ্যে নিহত মাওলানা আহসান উল্লাহ চার নাম্বার। তার পিতার নাম মৃত্যু হাজি আহমদ। তিনি চার ছেলে দুই মেয়ে সন্তানের জনক ছিলেন। কার স্ত্রীর নাম আসমা বেগম।

খবর পেয়ে পুলিশ ও র‍্যাব ঘটনাস্থলে পৌছে তদন্ত করছে।

নিহত আহসান উল্লাহ জাতীয় ইমাম পরিষদ  কেরানীগঞ্জের সভাপতি , একজন ফার্নিচার ও জমি ব্যবসায়ী ছিলেন ।  তার গদার বাগ এলাকায়  এস এস ফার্নিচার নামে একটি প্রতিষ্ঠান রয়েছে।
এবং স্থানীয় ব্রাম্মনািত্তা মাহফুজুল কোরআন মাদ্রাসার মুহতামিম মাওলানা আহসান উল্লাহ।

তবে কে বা কারা তাকে হত্যা করেছে তা বলতে পারেনি পুলিশ।

ছাত্র আরিফ জানিয়েছেন,  বড় হুজুর খুবই ভালো মানুষ ছিলো। সে একজন আলেম মানুষ আত্মহত্যা করতে পারেনা। তাকে হত্যা করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার কেরানীগঞ্জ সার্কেল শাহাবুদ্দিন কবির জানিয়েছেন, বিষয়টি খুবই মর্মান্তিক , তবে সে আআত্মহত্যা করেছে নাকি তাকে হত্যা করা হয়েছে তা এখনই বলা যাচ্ছেনা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

ধলেশ্বরীতে অবৈধ ড্রেজার বসিয়ে চলছে বালু আনলোডিং; হুমকির মুখে তীর রক্ষায় ব্যবহৃত জিও ব্যাগ

কোনো ধরনের অনুমতি ছাড়াই কেরানীগঞ্জে ধলেশ্বরী তীরে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ড্রেজার মেশিন দিয়ে আশে পাশের …

error: Content is protected !!