কেরানীগঞ্জে নতুন করে আরো ৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে ।এর মধ্যে দুইজন আগে আক্রান্ত ব্যাক্তির স্বজন বাকি একজন বেগুনবাড়িতে ও অন্য একজন বড়িশুর এলাকায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে সর্বোমোট আটজন করোনা রোগী শনাক্ত হলো কেরানীগঞ্জে।
কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মীর মোবারক হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আগে ৪ জন শনাক্ত হবার পরে নতুন করে আরো চারজন শনাক্ত হয়েছে। এদের মধ্যে একজনের বাড়ি বড়িশুর, বয়স ৩৫। অন্য একজনেরর বাড়ি শুভাঢ্যা ইউনিয়নের বেগুন বাড়ি ২ নং ওয়ার্ডে, তার বয়স ৮০ বছর। অন্য আরেক জিনজিরা গুলজার বাগ এলাকায় রহমতপুর এলাকায় তিনি একজন নারী তার বয়স ৩২। অন্য একজন সাজ্জাদ তার বয়স ১৬ বছর । তিনিও গুলজার বাগ রহমতপুর এলাকায় বসবাস করে। আক্রান্তদের চিকিৎসার জন্য কুয়েত মৈত্রী হাসপাতালে প্রেরন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আক্রান্ত বাড়ির আশে পাশের বেশ কয়েকটি বাড়ি লক ডাউন করে নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।