কেরানীগঞ্জে শনিবার নতুন করে আরো ৫ ব্যাক্তির করোনাভাইরাস টেস্টের রেজাল্ট পজেটিভ এসেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৮৩। আজ সন্ধ্যায় বিষয়টি জানান কেরানীগঞ্জ স্বাস্থ্য কর্মকর্তা মীর মোবারক হোসেন দিগন্ত।
মীর মোবারক হোসেন দিগন্ত আরো জানান শনিবার নতুন করে আরো ৫ জনের করোনা পরীক্ষার রেজাল্ট পজেটিভ আসে। এদের মধ্যে তিনজনই আগানগর ইউনিয়নের বাসিন্দা। একজন মহিলা (৫০), ২৬ বছর বয়সী আগানগর একটি মসজিদের খাদেম, ইস্পাহানী এলাকার ৪০ বছর বয়সী অপর আরেকজন মহিলা রয়েছেন। বাকিদুইজনের মধ্যে একজন রুহিতপুর বাজারের (৪৮) বাসিন্দা অপরজন কালন্দির বরিশুর এলাকার (৫০)।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কমকর্তা অমিত দেবনাথ বলেন, এ পর্যন্ত ৮৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। পূর্বে আক্রান্তদের মধ্যে ৪ জন সুস্থ হয়েছেন। সর্বোচ্চ সতর্কতা ছাড়া করোনা প্রতিরোধ করা সম্ভব নয়। আপনার সবাই সচেতন হন ঘরে থাকুন। নিজে সুস্থ থাকুন পরিবারকে সুস্থ রাখুন।